মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ২২সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানার অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে মাদার অব ডেমোক্রেসি, বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আফছার উদ্দিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান, যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী সাব্বির আহমেদ, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানাসহ রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।