মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধিঃ
ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছে। স্বপ্নের অঙ্কুর যুব সংগঠন। সংগঠনটি ফেনী জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় অন্তত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
স্বপ্নের অংক যুব সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ০৩/০৯/২০২৪ ইং পঞ্চগড় হইতে যাত্রা শুরু করে এবং চার দিন বন্যা কবলিত এলাকায় অবস্থান করে নিজ নিজ হাতে আপনাদের আমানত টুকু বন্যার্তদের মাঝে তুলে দিয়ে সহি সালামতে আবার পঞ্চগড়ে ফিরে আসে।
অর্থ সম্পাদক আব্দুর রশিদ বলেন, আমাদের প্রচেষ্টায় ও আপনাদের সহযোগিতায় সর্বমোট নগদ অর্থ ০৩ লক্ষ ৩৮ হাজার ৯শত ৩৫ টাকা (সংগঠনের নিজস্ব তহবিল হইতে ০১ লক্ষ ১৪ হাজার ৯১ টাকা।সংগঠনের সিঙ্গাপুরের সদস্য ও অন্যান্য জন হইতে ১ লক্ষ ৬২ হাজার ৬শত ৪৪ টাকা এবং সংগঠনের বাংলাদেশের সদস্য ও অন্যান্য জন হইতে সংগ্রহ ৬২ হাজার ২০০টাকা) বন্যার্তদের সহায়তায় হাদিয়া স্বরূপ প্রদান করা হয়।
পঞ্চগড়ের ব্যবসায়ীগণ হতে আনুমানিক ০৫ লক্ষ টাকার নতুন কাপড়, ০১ লক্ষ টাকার জুতা, ৩৫ হাজার টাকার বল সাবান, গুড়া সাবান, মোমবাতি, দরি, গ্যাস লাইট সহ অন্যান্য সামগ্রী ও প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ সাত্তার বলেন, সংগঠনটির জন্য দোয়া করবেন এবং সংগঠনের সাথে যুক্ত হয়ে মানবিক কাজে অংশগ্রহণ করার আহ্বান রইল।