মুলাদী প্রতিনিধিঃ
বরিশালের মুলাদী খান বাড়িতে সোমবার ২ সেপ্টেম্বর বেলা ২টায় সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলা খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ টিমের দুই উজ্জ্বল নক্ষত্র মুলাদীর একই গ্রাম তেরচর গ্রামের কৃতি সন্তান মঈন খান ও ইফতেসাম রহমান জিদানকে সংবর্ধনা দিয়েছে আহম্মদ আলী খান পরিবার।
জাতীয় রেফারি দিদারুল আহসান খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান খান, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিং মেডিকেল কলেজের হৃদরোগের ডাক্তার মোঃ তৌহিদুল আহসান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিজলা কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, মুলাদী সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুল মোতালেব, ব্যবসায়ী হাবিবুর রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন মুলাদীর কৃতি সন্তানরা এই বিজয়ে অবদান রাখায় আমরা মুলাদীবাসী গর্বিত। আগামী দিনেও বাংলাদেশের মান বিশ্বের দরবারে ধরে রাখবে এবং এই জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
মঈন খান ও জিদান রহমান খান বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ও চেষ্টা চালিয়ে যাবো। আমরা যেন ফুটবল খেলায় দেশের সম্মান বিশ্বের দরবারে ধরে রাখতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। মুলাদী উপজেলা ক্রীড়া সম্পাদক জিয়াউল আহসান খানের প্রচেষ্টায়ই আমরা এতদুর যেতে পেরেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে খেলার মাঠে নিয়ে যেতেন এবং খেলার ধরনও শিখিয়েছেন এজন্য তাকেও ধন্যবাদ। আপনার কষ্ট পরিশ্রম আজ সফলতায় গিয়ে পৌছেছি ও বাংলার মান বিশ্বের দরবারে পৌছাতে পেরেছি।
বিশেষ অতিথি ডাক্তার মোঃ তৌহিদুল আহসান খান বলেন, জাতীয় দলে খেলায় তোমাদের মধ্যে যে যেতে পারবে তাকে ৫০ হাজার টাকা পুরুস্কৃত করা হবে। মঈন খানের বাবা মোঃ নাসির উদ্দিন খান বিশিষ্ট ব্যাবসায়ী ও ইফতেসাম রহমান জিদানের বাবা রাজনীতিবিদ মা ইসরাত জাহান লিলি পৌর কাউন্সিলর।
এছাড়া মুলাদী উপজেলার সাবেক বিএনপির সভাপতি আঃ সাত্তার খান তার কার্যালয়ে, মুলাদী সরকারী কলেজে শিক্ষার্থীরা ও মুলাদী পৌরসভার উত্তর তেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেয়া হয়।