নিজস্ব প্রতিবেদক
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ আসামী, কয়েদী নং- ৩২০৭/এ মো: কামাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-০১।
গত ০৬ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৮.৪৫ ঘটিকার সময় দেশব্যাপি সহিংসতা ও সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে জিএমপি, কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী সাকিনস্থ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা বেআইনী জনতাবদ্ধে পরস্পর যোগসাজসে মারাত্বক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া সাধারন উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য দাঙ্গা-হাঙ্গামা শুরু করিয়া কারাগারের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করিয়া পলানোর চেষ্টা করে এবং সকল ভবনের কারাবন্দিরা ভবন থেকে বাহির হয়ে একত্রিত হইয়া ভাংচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।
এমতাবস্থায়, চলামান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী নং-৩২০৭/এ মোঃ কামাল হোসেন(৪৫)সহ অন্যান্য কারাবন্দিরা কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভাঙ্গিয়া মই বানাইয়া বেলা অনুমান ১৩.০০ ঘটিকা হইতে ১৪.০০ ঘটিকার মধ্যে বাউন্ডারীর উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায় এবং পালানোর সময় কয়েদী নং-৩২০৭/এ মোঃ কামাল হোসেন (৪৫) এর ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়।
এ ঘটনার পরই জেলার মোঃ লুৎফর রহমান,কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১৪.৫৫ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি, গাজীপুর বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার ৯২ নং আসামী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী নং-৩২০৭/এ মোঃ কামাল হোসেন (৪৫), পিতা-ধনু মোড়ল, সাং-কাওরাইদ, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেংরা বাজার এলাকায় আত্মগোপনে আছে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর নেতৃত্বে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেংরা বাজার অভিযান পরিচালনা করে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১৬.৩০ ঘটিকার সময় সূত্রোক্ত মামলার ৯২ নং আসামী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী নং-৩২০৭/এ মোঃ কামাল হোসেন(৪৫)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।