উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
মুক্ত হত্যার খুনিদের ফাঁসির দাবিতে ৬ নং রাড়িপাড়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ (সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কচুয়া উপজেলার পিরোজপুর- খুলনা মহাসড়কের সাইনবোর্ড জিরোপয়েন্ট মোড়ে মুক্ত হত্যার খুনি ও খুনিদের আশ্রয় দাতাদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও খুনিদের ফাঁসির দাবিতে এ মানব বন্ধন পালিত হয়েছে। এ সময় মুক্তর স্ত্রী, মা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে তার পরিবারের পাশাপাশি রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চঞ্চল ও সাধারণ সম্পাদক মোল্লা সাইদুল ইসলাম সহ রাড়িপাড়া ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।