বাংলাদেশ ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
সাবেক এমপির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ গৌরনদীতে চাঁদাবাজি মামলা করে বাদী বিপাকে পরে বসত ভিটা ছাড়ার অভিযোগ অবশেষে শিক্ষক কনিকা মুখার্জির অলিখিত সাদা কাগজে সই দিয়ে পদত্যাগ পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কয়রায় অনলাইন জুয়া ও পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগে নারী আন্দোলনের দামিনামা নিয়ে আলোচনা। বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার হোসেনপুরে ঈদেমিল্লাদুন্নবী উপলক্ষে হামদ নাথ কেরাত গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত ০৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধি দল। কেন্দ্রীয় কারাগার হতে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন আসামী গ্রেফতার করেছে র‍্যাব। পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ সিরাজগঞ্জে পৃথক তিনটি অভিযানে ফিন্সিডিল ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার। নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে- মাওলানা শাহজাহান মুলাদী ইউএনও-এর বিরুদ্ধে দূর্ণীতিবাজ শিক্ষকের মিথ্যা মামলা দায়ের কুবিতে প্রথমবারের মত ইদে মিলাদুন্নবী পালিত

পিরোজপুরে সহস্রাধীক পরিবারের ঈদপালন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • ১৬৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরে সহস্রাধীক পরিবারের ঈদপালন

 আল-আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধি:
ঈদের আগের দিন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন পিরোজপুরের ১০ গ্রামের সহস্রাধীক পরিবার। 
শুক্রবার (২১ এপ্রিল)  ওই সব পরিবার ঈদ  পালন করছেন বলে জানা গেছে।
সৌদী আরবের সাথে মিল রেখে এসব পরিবার ঈদ পালন করছেন বলে তারা জানান।
জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার  ৬ গ্রাম, কাউখালী উপজেলার  ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম এ ঈদ উৎসব পালন হচ্ছে।
স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, জেলার মঠাবাড়িয়া  উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের   প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার  বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের  প্রায়  ৭৫/৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা  গ্রামের   প্রায় ৬০ পরিবার ঈদ পালন করছেন।
কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা গ্রামের ইউপি বেলায়েত হোসেন জানান, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের  ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন পান্না সিকদার । সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধীক পুরুষ  ঈদের নামাজ আদায় করেছেন।
জানা গেছে, জেলার মঠবাড়িয়ায় শুক্রবার (২১ এপ্রিল)    ৬ শতাধীক পবরবার ঈদ পালন করেন। আর এ উপলক্ষে   ওই দিন উপজেলার  সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, মাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া, সদর ইউনিয়নের সবুজ নগর এ ৭ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় হয় শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে।
সাবেক চেয়ারম্যান শামসুল আলম খন্দকার জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ওই দিন স্থানীয় ৭টি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা ইউপি সদস্য মো. বাবুল খান জানান, তারা প্রায় অর্ধশত  পরিবারের ৬০ নারী ও  পুরুষ  স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমিন  মসজিদে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন  স্থানীয় স্কুল শিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান।  তারা  গত ১৪ বছর  ধরে এ মসজিদে ঈদের নামাজ জামায়াতের সাথে আদায় করছেন।
তিনি আরো জানান, তারা  সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী  গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) তাদের ২৯টি রোজা পূর্ণ হওয়ায়  আজ শুক্রবার (২১এপ্রিল) তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। ওই মসজিদের নামাজ পড়তে আসেন পার্শ্ববর্তী বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে ১০-১২জন মুসল্লি।
সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে, মসজিদের সামনের অংশে নামাজ আদায় করছেন পুরুষ মুসল্লিরা। আর পিছনের অংশে নামাজ আদায় করছেন নারীরা।
ওই নামাজে অংশ নেয়া স্থানীয় নারী ইউপি সদস্য রিক্তা বেগম জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের সাথে নামাজ আদায় করছি। নামাজ শেষে ঈমামের নেতৃত্বে বিশ্বের সকল নর-নারীর মঙ্গল কমনা করে দেয়া করা হয়। উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রমজান (ঈদ-উল-ফিতর) ও কোরবানীর (ঈদ-উল-আযহা) দুই ঈদ পালন করে থাকেন।
জনপ্রিয় সংবাদ

সাবেক এমপির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ

পিরোজপুরে সহস্রাধীক পরিবারের ঈদপালন

আপডেট সময় ০৯:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
 আল-আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধি:
ঈদের আগের দিন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন পিরোজপুরের ১০ গ্রামের সহস্রাধীক পরিবার। 
শুক্রবার (২১ এপ্রিল)  ওই সব পরিবার ঈদ  পালন করছেন বলে জানা গেছে।
সৌদী আরবের সাথে মিল রেখে এসব পরিবার ঈদ পালন করছেন বলে তারা জানান।
জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার  ৬ গ্রাম, কাউখালী উপজেলার  ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম এ ঈদ উৎসব পালন হচ্ছে।
স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, জেলার মঠাবাড়িয়া  উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের   প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার  বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের  প্রায়  ৭৫/৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা  গ্রামের   প্রায় ৬০ পরিবার ঈদ পালন করছেন।
কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা গ্রামের ইউপি বেলায়েত হোসেন জানান, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের  ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন পান্না সিকদার । সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধীক পুরুষ  ঈদের নামাজ আদায় করেছেন।
জানা গেছে, জেলার মঠবাড়িয়ায় শুক্রবার (২১ এপ্রিল)    ৬ শতাধীক পবরবার ঈদ পালন করেন। আর এ উপলক্ষে   ওই দিন উপজেলার  সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, মাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া, সদর ইউনিয়নের সবুজ নগর এ ৭ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় হয় শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে।
সাবেক চেয়ারম্যান শামসুল আলম খন্দকার জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ওই দিন স্থানীয় ৭টি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা ইউপি সদস্য মো. বাবুল খান জানান, তারা প্রায় অর্ধশত  পরিবারের ৬০ নারী ও  পুরুষ  স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমিন  মসজিদে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন  স্থানীয় স্কুল শিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান।  তারা  গত ১৪ বছর  ধরে এ মসজিদে ঈদের নামাজ জামায়াতের সাথে আদায় করছেন।
তিনি আরো জানান, তারা  সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী  গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) তাদের ২৯টি রোজা পূর্ণ হওয়ায়  আজ শুক্রবার (২১এপ্রিল) তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। ওই মসজিদের নামাজ পড়তে আসেন পার্শ্ববর্তী বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে ১০-১২জন মুসল্লি।
সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে, মসজিদের সামনের অংশে নামাজ আদায় করছেন পুরুষ মুসল্লিরা। আর পিছনের অংশে নামাজ আদায় করছেন নারীরা।
ওই নামাজে অংশ নেয়া স্থানীয় নারী ইউপি সদস্য রিক্তা বেগম জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের সাথে নামাজ আদায় করছি। নামাজ শেষে ঈমামের নেতৃত্বে বিশ্বের সকল নর-নারীর মঙ্গল কমনা করে দেয়া করা হয়। উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রমজান (ঈদ-উল-ফিতর) ও কোরবানীর (ঈদ-উল-আযহা) দুই ঈদ পালন করে থাকেন।