সাদেকুল ইসলাম পনির জেলা প্রতিনিধি
আজ সোমবার (২ মার্চ ২০২২) দুপুরে ময়মনসিংহ নগরীর বিএনপি নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডঃ খন্দকার মোশাররফ হোসেন প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে ময়মনসিংহে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
আরো বলেন, নির্বাচন কমিশনারের তালবাহানা দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না।সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে সরকার বলেছিলো ১০ টাকা কেজি মানুষ চাল পাবে কিন্তু বর্তমান সময়ে ৬০ টাকার নিচে কোন চাল নেই। সয়াবিন তেল হয়েছে প্রায় ২০০ টাকা কেজি। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে।
জনগণ একদিন তার জবাব দিবে। মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির অহবায়ক ডা:মাহবুবুর রহমান লিটনসহ অন্যরা।
১নং যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু। দ্বিতীয় যুগ্ন আহবায়ক আলমগীর মাহমুদ আলম জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ফখরউদ্দিন বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু ওয়াহাব আকন্দ। সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিলো উৎসবের আমেজ।