নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধিঃ-
নিখোঁজ হওয়া ১২ বছরের শিশুকে তার পরিবাররের নিকট হস্তান্তর করে ব্যাপক প্রশংসায় ভাসছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান।
জয়পুরহাট থানা সূত্রে জানাযায়, সোমবার (১৬ মে) তারিখে সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় জয়পুরহাট পৌর শহরের পাঁচুর মোড় হইতে অনুমান ১২ বছরের ১ টি ছেলে শিশুকে পাওয়া যায়।
ওসি তাকে জিজ্ঞাসাবাদ করলে নিখোঁজ শিশু মোঃ নিরব (১২), পিতা-মোঃ সোহেল, সাং-করঞ্জি বাসুয়াপাড়া, থানা-চিরির বন্দর, জেলা-দিনাজপুর বলে জানালে। এবং শিশুটি আরও জানায় যে, তার বাবা কৃষি কাজ করে এবং তারা ৩ ভাই।
ওসির জিজ্ঞাসাবাদ শেষে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান এর প্রত্যক্ষ তত্বাবধানে সার্বিক অনুসন্ধান চালিয়ে মাত্র কয়েক ঘন্টার মাথায় নিখোঁজ শিশুটিকে তার পরিবারের নিকট জিম্মায় প্রদান করে। জেলাসহ বর্তমান বিশ্বের সর্বচেয়ে বড় যোগাযোগ গণমাধ্যম ফেইসবুকে তাকে নিয়ে অসংখ্য ফেইসবুক ব্যবহারকারীরা স্ট্যাটাসে সাধুবাদ জানাচ্ছেন। এতে ব্যাপক প্রশংসায় ভাসছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম আলমগীর জাহান।