রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঘা থানার বর্তমান ওসি সাজ্জাদ হোসেন ও সাব-ইন্সপেক্টর তৈয়ব আলী। এ নিয়ে ওসি সাজ্জাদ হোসেন তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ অসি নির্বাচিত হয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর ২০২১ মাসিক কল্যাণ সভায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে প্রথম পুরুস্কার পেয়েছেন এবং ২২ ডিসেম্বর ২০২১ দ্বীতিয় বার জেলার শ্রেষ্ঠ হয়েছেন তিনি। সর্বশেষ চলতি মাসে আবারও তিনি জেলার শ্রেষ্ট হয়েছেন, সেই সাথে শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন তৈয়ব আলী।
সোমবার (১৬ মে ) জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর হাত থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহন করেন ওসি সাজ্জাদ হোসেন ও এসআই তৈয়ব আলী।
জানা যায়, বাঘা থানায় যোগদানের পর থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও থানার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন ওসি সাজ্জাদ হোসেন।
এছাড়াও সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নয়ন অব্যাহত রাখায় তাদের এ শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন থানার পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)কে ধন্যবাদ জানান।