নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের কাগজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিমকে আহবায়ক ও দৈনিক রজতরেখা পত্রিকার বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বলকে সদস্য সচিব করে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে দৈনিক রজত রেখা অফিসে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন গোলাম আশরাফ খান উজ্জ্বল। সভায় উপস্থিত সকল সদস্যের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন-
১। আহবায়ক- মোহাম্মদ সেলিম
২। সদস্য সচিব- গোলাম আশরাফ খান উজ্জ্বল
৩। সদস্য- মোঃ জাহাঙ্গীর হোসেন
৪। সদস্য- মোঃ জিয়াউর রহমান জীবন
৫। সদস্য- এস,এম সোহেল
৬। সদস্য- তুহিন সরকার
৭। সদস্য- মোঃ নাজির হোসেন
৮। সদস্য- মোঃ রাসেল ফরাজি
৯। সদস্য- আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন
১০। সদস্য- মাসুদ আলম
১১। সদস্য- শাহিন ইসলাম শাওন
১২। সদস্য- সুমন বেপারী
১৩। সদস্য- হালিমা আক্তার পাপড়ী।
কমিটির সকল সদস্য তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।