ইমরান প্রামানিক, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি-
রংপুরের তারাগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর ইসলাম বাবু (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
গত রোববার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট চিলাপাকের সড়ক কাচনার দোলা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চৌঙ্গাখাতা ঠাকুরগাঁও সদর উপজেলার আব্দুর রশিদ মিয়ার ছেলে এবং তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের খলেয়া নন্দরাম পাঁচানী পাড়া গ্রামের জয়নাল আলীর জামাতা ।
জানা গেছে, তারাগঞ্জ থানার এস আই মেহেদী হাসান ও এস আই মাহামুদুল হাসান এর নেতৃত্বে ওইদিন বুড়িরহাট চিলাপাকের কাচনার দোলা নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৮০০ গ্রাম শুকনা গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ইসলাম বাবুকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তারাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
এসআই মেহেদি হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর ইসলাম বাবু নামের একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।