মোজাম্মেল আলী, কার্ডিফ:
ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত-২০২৪ এর ফলাফল,সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ আগস্ট রবিবার সম্পন্ন হয়।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত শাখা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়ার সভাপতিত্বে, কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলী ও মাওলানা আসাদুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক।
প্রথমে কুরআন তেলাওয়াত করেন রাবে জামাতের শিক্ষার্থী খাদিজা আলী নুহা ও নাসির উদ্দিন, ছানি জামাতের ছাত্র মুহসীন আলী। নাশিদ পরিবেশন করেন হুমায়রা আলম, আব্দুল শাহিন, সাইদুল ইসলাম।
বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ,ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব, শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদির, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ সাধারণ সম্পাদক হারুন তালুকদার, কাউন্সিলর দিলোয়ার আলী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম ও অন্যতম সদস্য আফজল খান, সাংবাদিক রফিকুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, কমিউনিটি সংগঠক সেলিম আহমদ সহ প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাবে জামাতের ছাত্র কুইন মেরি ইউনিভার্সিটির স্টুডেন্ট নাবিল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব কাজি মাওলানা ফয়জুর রহমান, ক্বারী নুরুল ইসলাম, আনহার মিয়া, সুজন মিয়া সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জামাতে সুরা থেকে রাবে পর্যন্ত পাঁচটি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ এবং কিরাত, নাশিদ ও আজান প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবক গন। এসময় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দে মেতে ওঠতে দেখা যায়।
সভায় বক্তারা বলেন, দারুল কিরাত কোর্স কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান।এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আমাদের বাচ্চাদের কুরআন তেলাওয়াত সহীহ শুদ্ধ হচ্ছে। ভবিষ্যতে এই কোর্সে সকলের সন্তানদের পাঠানোর অনুরোধ করা হয়।
বক্তারা দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক, দাতা সদস্য ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্যে গুরুত্বারোপ করেন। দারুল ক্বিরাতের লাইফ মেম্বারদের সার্টিফিকেট প্রদান করা হয়।
দারুল কিরাতে উস্তাদগণ-মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, প্রধানক্বারী ও নাজিম; হাফিজ মাওলানা ফারুক আহমদ, সহকারী নাজিম; মাওলানা আসাদুল ইসলাম; ক্বারী মোজাম্মেল আলী, ক্বারি মাও: জুবায়ের আহমদ মিনহাজ,ক্বারি মো. কামরুল ইসলাম, ক্বারি মাও: মুজিবুর রহমান,হাফিজ ক্বারি জালাল উদ্দিন, হাফিজ ক্বারী মুশতাকুর রহমান মাছুম।