মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিরাজগঞ্জের বেলকুচিতে গোপন সংবাদের ভিত্তিতে হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল (১৭.৬৭০ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ মোঃ ইয়াসিন আরাফাত (২০) নামের এক ব্যবসায়ী আটক করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) ১১.৩৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন বেলকুচি পৌরসভাস্থ মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল (১৭.৬৭০ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ০১ জনকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে ০১ টি মোবাইল এবং নগদ ৬,৫০০/-(ছয় হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ ইয়াসিন আরাফাত(২০), পিতা-মোঃ শাহআলম, সাং- বেড়া খারুয়া, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ২৪(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।