রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া মিরপুরের পোড়াদহের চিথলিয়া রেল ব্রীজ থেকে নিচে পড়ে পানির তীব্র স্রোতে মোঃ জুনায়েদ আহমদ (৬) নামের এক শিশু নিখোঁজ হয়। দীর্ঘ (৫-৬) ঘন্টা তল্লাশির পর তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বরিশাল খালের ভিতরে এক গাছের শিকড়ে বেধে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
নিহত শিশু জুনায়েদ একই এলাকার ফল ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে পোড়াদহের চিথলিয়া গ্রামের শিশু জুনায়েদ আহমদ চিথলিয়া রেল ব্রীজ থেকে নিচে পড়ে পানির তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দীর্ঘ (৫-৬) ঘন্টা তল্লাশির পর বিকাল সাড়ে চার টার দিকে ভিআইপি অটো রাইস মিল সংলগ্ন অত্র বরিশাল খালের ভিতরে এক গাছের শিকড়ে বেধে থাকা অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল।