বাংলাদেশ ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা ব্রাহ্মণপাড়া মৎস্য চাষিরা মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা সোহেল পাটোয়ারী ও তার ০১ জন সহযোগীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ। একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত হওয়ার ঘটনায় জড়িত আসামি আব্দুর রহিম ও সীমান্ত হোসেন রাহাতকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক গৌরীপুরে জঙ্গলের পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার বয়লার বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগ্নে দুইজনের মৃত্যুতে কাউখালীর বাড়িতে চলছে শোকের মাতম। রাবিতে প্রক্সির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি: তদন্ত কমিটি গঠন বাক প্রতিবন্ধী রোজিনা খাতুন চুমকিকে হত্যা মামলার প্রধান আসামি সহ ০৬জনকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব। চট্টগ্রামের শহীদের পরিবারের পাশে নতুন জেলা প্রশাসক মুলাদীতে নার্সিং ও মিডওয়াইফারি মহাপরিচালকের অপসারন দাবি গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর  বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বোয়ালখালী উপজেলা ছাত্রশিবিরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল ও ৩০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছে র‌্যাব।

ফুলবাড়ীতে এমপি’র ভবন রক্ষার্থে পানি উন্নয় বোর্ডের ১৯ লক্ষ টাকা ব্যায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬১৮ বার পড়া হয়েছে

 

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার এর লীজকৃত ভবন রক্ষার্থে পানি উন্নয় বোর্ডের ১৯ লক্ষ টাকা ব্যায়। ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদী ব্রীজ সংলগ্ন পশ্চিম গৌরীপাড়া মৌজার অর্পিত সম্পত্তি ক তফশীলভূক্ত যাহার দাগ নং-১২০/৪৫৭, খতিয়ান নং-২৩৭, জমির পরিমান: ০৪ শতক। উক্ত জমিটি লীজ নিয়ে মোঃ রফিক সেখানে তিন তলা ভবন নির্মাণ করেন। ভবন নির্মানের পর সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।

এর মধ্যে ঐ তিন তলা ভবন মোঃ নুর আলম চৌধুরী জয়কে ভাড়া দেন। মোঃ নুর আলম চৌধুরী জয় সেখানে ডক্টরস্ ডায়াগনেস্টিক সেন্টার স্থাপন করেন। মোঃ রফিক দীর্ঘদিন খাজনা পরিশোধ না করায় উক্ত জমি লীজ নেন মোঃ নুর আলম চৌধুরী জয়। ইতি মধ্যে ঐ ভবনটির উপর চোঁখ পড়ে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের, এর পর নুর আলম চৌধুরী জয় কে কিছু টাকা দিয়ে লিখিত নিয়ে ভবনটি দখলে নেন তিনি।

এর পর ২০২০ সালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত হায়দার আলী শাহ্ দলীয় কার্যালয় নির্মানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন, এর পরিপেক্ষিতে গত ২০২০ইং সালে গৌরীপাড়া মৌজার ২৩৭নং খতিয়ানের ১২০/৪৫৭ দাগে ০৬ শতক জমি বরাদ্দ নেন। ভবনটি লীজ নেওয়ার পর ভবনের পশ্চিম দিকে প্রায় ০৪ শতক জায়গা পরিত্যাক্ত পড়ে থাকায় সেখানে আওয়ামীলীগের কর্যালয় নির্মান করা হচ্ছিল। কিন্তু সরকারি বিধিমালা অনুযায়ী জায়গাটি নদীর অংশ না হওয়ায় সেখানে ভবন নির্মান শুরু করা হলে পরবর্তীতে সরকারি বাঁধার মুখে পড়ে উপজেলা আওয়ামী লীগের নির্মানাধীন কার্যালয়টি। এর পর কাজ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড থেকে ফুলবাড়ী উপজেলাধীন পশ্চিম গৌরিপাড়া নামক স্থানে ছোট যমুনা নদীর বাম তীর রক্ষার্থে ২৮.৩০ হতে ২৮.৩৮০ মোট ৫০ মিটার জরুরী অস্থায়ী প্রতিরক্ষা বাধ প্যাকেজ নং-ডিপিএম-০৫/২০২৩-২৪। প্রকল্পের নাম ফুলবাড়ী শহর রক্ষা প্রকল্প। এই প্রকল্পটির ব্যায় ধরা হয় ১৯,১৭,৩৪৭.৭৪৫টাকা মাত্র। কাজ শুরুর তারিখ ২৫/০৭/২০২৩ইং কাজ শেষের তারিখ: ৩০/০৯/২০২৩ইং। কাজ টি পেয়েছিলেন মেসার্স বজলুল হক ঘাসুপাড়া দিনাজপুর। তিনি ওয়ার্ক অর্ডার পাওয়ার পর সঠিক সময়ে কাজ না করতে পারায় ২০২৪ইং সালের জানুয়ারী-ফেব্রুয়ারীর দিকে কাজটি সম্পন্ন করেন। এমপির তিন তলা ভবন রক্ষার্থে পশ্চিম দিকে বালু সিমেন্ট বস্তায় ভরে বসানো হয়েছে। এই কাজ নির্মাণে তদারক করেছেন এবং কাজটি সমাপ্ত করতে সহযোগীতা করেছেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগের নেতা মামুনুর রশিদ চৌধুরী।

এখানে উল্লেখ্য যে, কাজটি সমাপ্ত করতে ব্যাপক অনিয়ম দূর্নীতি হয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসাবে কি কাজ হয়েছে। নদীর তীর বা শহর কোনটিই রক্ষরা হয় নি, হয়েছে শুধু এমপির ভবন রক্ষা। পানি উন্নয়ন বোর্ড কী তাহলে শুধু এমপির ভবন রক্ষা করার জন্য এ কাজ করেছেন। ভবনটির উত্তর পার্শ্বে কিছু গরীব লোকের বাড়ী ঘর রয়েছে সেগুলি রক্ষা হয়নি। বর্ষা মৌসুম এলে তাদের বাড়ীঘর ভেঙ্গে যাচ্ছে। সেগুলে রক্ষা করা কী পানি উন্নয় বোর্ডে দরকার ছিল না? না কি শুধু এমপির ভবন রক্ষা করা দরকার? অথচ ১৬/০৮/২০২২ ইং তারিখে ইজারা নিয়ে দলীয় কার্যালয় শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় দৈনিক প্রথম আলো পত্রিকায়। অর্পিত সম্পত্তির বিষয়ে ভূমি মন্ত্রনালয়ের ২০১৯ সালের পরিপত্র অনুযায়ী এই সম্পত্তির সার্বিক তত্ত¡াধান ও নিয়ন্ত্রন দখল গ্রহণ ব্যবস্থাপনা ও ইজারা প্রদানের ক্ষমতা দেওয়া আছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের হাতে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও ইজারা প্রদান করলেও ইজারা গ্রহীতা বরাদ্দকৃত জায়গায় কোন স্থায়ী অবকাঠামো নিমার্ণ করতে পারবে না।

অথচ রফিক সেখানে নির্মাণ করেছেন তিন তলা ভবন এবং পশ্চিম পাশ্বে বহুতলা ভবন নির্মাণরে প্রস্তুতি নিয়েছিলন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার এ বিষয়ে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান এর সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি অতি জরুরী ছিল সে কারণে কাজটি সেখানে করা হয়েছে।

তদারককারী সহকারী প্রকৌশলী মোঃ সামসুদোহার সাথে কথা বললে তিনি জানান, কাজটির বিষয়ে আমি দেখাশোনা করেছি।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা ব্রাহ্মণপাড়া মৎস্য চাষিরা

ফুলবাড়ীতে এমপি’র ভবন রক্ষার্থে পানি উন্নয় বোর্ডের ১৯ লক্ষ টাকা ব্যায়

আপডেট সময় ০১:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

 

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার এর লীজকৃত ভবন রক্ষার্থে পানি উন্নয় বোর্ডের ১৯ লক্ষ টাকা ব্যায়। ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদী ব্রীজ সংলগ্ন পশ্চিম গৌরীপাড়া মৌজার অর্পিত সম্পত্তি ক তফশীলভূক্ত যাহার দাগ নং-১২০/৪৫৭, খতিয়ান নং-২৩৭, জমির পরিমান: ০৪ শতক। উক্ত জমিটি লীজ নিয়ে মোঃ রফিক সেখানে তিন তলা ভবন নির্মাণ করেন। ভবন নির্মানের পর সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।

এর মধ্যে ঐ তিন তলা ভবন মোঃ নুর আলম চৌধুরী জয়কে ভাড়া দেন। মোঃ নুর আলম চৌধুরী জয় সেখানে ডক্টরস্ ডায়াগনেস্টিক সেন্টার স্থাপন করেন। মোঃ রফিক দীর্ঘদিন খাজনা পরিশোধ না করায় উক্ত জমি লীজ নেন মোঃ নুর আলম চৌধুরী জয়। ইতি মধ্যে ঐ ভবনটির উপর চোঁখ পড়ে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের, এর পর নুর আলম চৌধুরী জয় কে কিছু টাকা দিয়ে লিখিত নিয়ে ভবনটি দখলে নেন তিনি।

এর পর ২০২০ সালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত হায়দার আলী শাহ্ দলীয় কার্যালয় নির্মানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন, এর পরিপেক্ষিতে গত ২০২০ইং সালে গৌরীপাড়া মৌজার ২৩৭নং খতিয়ানের ১২০/৪৫৭ দাগে ০৬ শতক জমি বরাদ্দ নেন। ভবনটি লীজ নেওয়ার পর ভবনের পশ্চিম দিকে প্রায় ০৪ শতক জায়গা পরিত্যাক্ত পড়ে থাকায় সেখানে আওয়ামীলীগের কর্যালয় নির্মান করা হচ্ছিল। কিন্তু সরকারি বিধিমালা অনুযায়ী জায়গাটি নদীর অংশ না হওয়ায় সেখানে ভবন নির্মান শুরু করা হলে পরবর্তীতে সরকারি বাঁধার মুখে পড়ে উপজেলা আওয়ামী লীগের নির্মানাধীন কার্যালয়টি। এর পর কাজ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড থেকে ফুলবাড়ী উপজেলাধীন পশ্চিম গৌরিপাড়া নামক স্থানে ছোট যমুনা নদীর বাম তীর রক্ষার্থে ২৮.৩০ হতে ২৮.৩৮০ মোট ৫০ মিটার জরুরী অস্থায়ী প্রতিরক্ষা বাধ প্যাকেজ নং-ডিপিএম-০৫/২০২৩-২৪। প্রকল্পের নাম ফুলবাড়ী শহর রক্ষা প্রকল্প। এই প্রকল্পটির ব্যায় ধরা হয় ১৯,১৭,৩৪৭.৭৪৫টাকা মাত্র। কাজ শুরুর তারিখ ২৫/০৭/২০২৩ইং কাজ শেষের তারিখ: ৩০/০৯/২০২৩ইং। কাজ টি পেয়েছিলেন মেসার্স বজলুল হক ঘাসুপাড়া দিনাজপুর। তিনি ওয়ার্ক অর্ডার পাওয়ার পর সঠিক সময়ে কাজ না করতে পারায় ২০২৪ইং সালের জানুয়ারী-ফেব্রুয়ারীর দিকে কাজটি সম্পন্ন করেন। এমপির তিন তলা ভবন রক্ষার্থে পশ্চিম দিকে বালু সিমেন্ট বস্তায় ভরে বসানো হয়েছে। এই কাজ নির্মাণে তদারক করেছেন এবং কাজটি সমাপ্ত করতে সহযোগীতা করেছেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগের নেতা মামুনুর রশিদ চৌধুরী।

এখানে উল্লেখ্য যে, কাজটি সমাপ্ত করতে ব্যাপক অনিয়ম দূর্নীতি হয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসাবে কি কাজ হয়েছে। নদীর তীর বা শহর কোনটিই রক্ষরা হয় নি, হয়েছে শুধু এমপির ভবন রক্ষা। পানি উন্নয়ন বোর্ড কী তাহলে শুধু এমপির ভবন রক্ষা করার জন্য এ কাজ করেছেন। ভবনটির উত্তর পার্শ্বে কিছু গরীব লোকের বাড়ী ঘর রয়েছে সেগুলি রক্ষা হয়নি। বর্ষা মৌসুম এলে তাদের বাড়ীঘর ভেঙ্গে যাচ্ছে। সেগুলে রক্ষা করা কী পানি উন্নয় বোর্ডে দরকার ছিল না? না কি শুধু এমপির ভবন রক্ষা করা দরকার? অথচ ১৬/০৮/২০২২ ইং তারিখে ইজারা নিয়ে দলীয় কার্যালয় শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় দৈনিক প্রথম আলো পত্রিকায়। অর্পিত সম্পত্তির বিষয়ে ভূমি মন্ত্রনালয়ের ২০১৯ সালের পরিপত্র অনুযায়ী এই সম্পত্তির সার্বিক তত্ত¡াধান ও নিয়ন্ত্রন দখল গ্রহণ ব্যবস্থাপনা ও ইজারা প্রদানের ক্ষমতা দেওয়া আছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের হাতে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও ইজারা প্রদান করলেও ইজারা গ্রহীতা বরাদ্দকৃত জায়গায় কোন স্থায়ী অবকাঠামো নিমার্ণ করতে পারবে না।

অথচ রফিক সেখানে নির্মাণ করেছেন তিন তলা ভবন এবং পশ্চিম পাশ্বে বহুতলা ভবন নির্মাণরে প্রস্তুতি নিয়েছিলন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার এ বিষয়ে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান এর সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি অতি জরুরী ছিল সে কারণে কাজটি সেখানে করা হয়েছে।

তদারককারী সহকারী প্রকৌশলী মোঃ সামসুদোহার সাথে কথা বললে তিনি জানান, কাজটির বিষয়ে আমি দেখাশোনা করেছি।