রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ সহ ৪জন আটক হয়েছে।
সীমান্ত হতে পিলার ১৫৪ অভ্যন্তরে কুষ্টিয়ার দৌলতপুর আলী নগর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন:- কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সিহাব আহাম্মদ, সালামের ছেলে রাজিব আহাম্মদ, মিস্টার এর ছেলে হাদিদ আব্দুল্লাহ ও মৃত সেলিম আলাদীনের ছেলে জিহাদ আলাহীন।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ৭ বোতল মদ, ৫ বোতল ফেন্সিডিলসহ তাদের ব্যবহৃত দুটি মটরসাইকেল আটক করে বিজিবি।
এ বিষয়টি নিশ্চিত করে সুবেদার রফিকুল ইসলাম জানান, তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকসহ অন্যান্য সামগ্রীর আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা।