আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা কমিটির সভাপতি চন্দ্র মোহন সিডু, সহ-সভাপতি শম্ভু লাল দে, সাধারণ সম্পাদক স্বপন কুমাড় দে, সহ- সাধারন সম্পাদক ভানু লাল ভক্ত, ভোলা সদর উপজেলার সভাপতি রনজিত চন্দ্র বেপারীসহ অনান্যরা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণসহ সকল মানুষের সম অধিকারের কথা থাকলেও দলিত জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। দলিত জনগোষ্ঠীর জন্য সরকার শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন-১৪ পাশসহ অবিলম্বে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।