মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ৫০টি জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রাকে চড়ে র্যালি করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
আজ রবিবার (২০মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নলছিটি উপজেলায় গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
র্যালিতে ৫০টি জাতীয় পতাকা নিয়ে জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে ঝালকাঠি জেলা প্রশাসনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা এ ট্রাকে র্যালি করেন।