স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
গত ১৫ মার্চ আনুমানিক সন্ধ্যা সাতটায় যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন আব্দুলপুর গ্রামে ঐ গ্রামের সাহেব আলীর মেয়ে ইতি (২০) ও সঙ্গীয় সাঈদ হাসানকে স্থানীয় ইউপি মেম্বার মোঃ আনিচুর সঙ্গীয় ৫/৭ জন বেআইনিভাবে আটক করে অকথ্য ভাষায় গালিগালাজসহ কিল-ঘুষি মেরে শ্লীলতাহানি করে।
উক্ত ঘটনায় নির্যাতিত নারী ইতি খাতুনের পিতা মোঃ সাহেব আলী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬২।
এছাড়া ভাইরাল ভিডিওটি গত ১৮ মার্চ তারিখে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার- এর দৃষ্টিগোচর হলে দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালী থানা পুলিশসহ ডিবি পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ও ওসি ডিবি সমন্বয়ে গঠিত যৌথ টীম কোতয়ালী থানাধীন চুড়ামনকাটি, আব্দুলপুর সাকিনে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত কোতোয়ালি থানাধীন আব্দুলপুর গ্রামের আইয়ুব আলী র ছেলে আনিচুর মেম্বার (৩৫), নাছেরের ছেলে ভুট্টু (২৭), আব্বাস আলীর ছেলে আজিম আলী (৪০) ও জাহাঙ্গীর হাসানের ছেলে তৌহিদ হাসান (২৭) কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।