কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
পিরোজপুরের কাউখালী উপজেলার মতুয়া আশ্রমের উদ্যোগে শুক্রবার বিকালে গুরুচাঁদ ঠাকুরের ১৭৬ তম আবির্ভাব উৎসব ও ২৮তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতুয়া আশ্রমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মতুয়া আশ্রমের সভাপতি আশিষ কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি বিপুল বিহারী হালদার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল কুমার হাওলাদার, অধ্যক্ষ রতন কুমার ঘোষ, বাস্তবায়ন কমিটি আহ্বায়ক রিপন কুমার সিকদার প্রমুখ। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভাপতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কার্তন, নামযজ্ঞ ও প্রসাদ বিতরণ।