জনগুরুত্বপূর্ণ একটি সড়কে শুধু মাত্র ইট বিজানো হলেও দীর্ঘ ১৫ বছরেও পাকা করা হয়নি সড়কটি। মাঝে মাঝে বড় বড় গর্তেরও সৃস্টি হয়েছে। সামান্য বৃস্টি হলেই সৃস্টি হয় জলাবদ্ধতা। এসব পানি জমে তৈরি হয় কাঁদা আর কাঁদা। তখন সড়কে পায়ে হেটেও চলাচল মুশকিল হয়ে পড়ে। দীর্ঘদিন হলেও পাকা না করায় এমন অবস্হা সৃস্টি হয়েছে গুরুত্বপূর্ণ সড়কটির।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গারপাড়া কবরস্হান নিজাঁমগাতী চৌরাস্তা থেকে চাঁনপাড়া-কারিগরপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত অবস্হিত জন গুরুত্বপূর্ণ এ সড়কটি। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মরহুম সাবেক চেয়ারম্যান আলোমগির কবির খান সাহেবের সারবিক যোগাযোগের ভিত্তিতে প্রায় ১৫ বছর আগে শুধু মাত্র ইট বিছানো হয় উক্ত সড়কটিতে।
তারপর বছরের পর বছর পেড়িয়ে গেলেও আজ পর্যন্ত পাকা করা হয়নি সড়কটি। এ কারনে সড়কটির বিভিন্ন যায়গায় বড় বড় গর্তের সৃস্টি হয়েছে। ফলে পায়ে হেটে চলাচলও মুশকিল হয়ে পড়ে। স্হানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিখ্যার্থীসহ প্রায় ১০ গ্রামের শত শত মানুষ যাতায়াত করে থাকে। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের ইজিবাইক চালক মোঃ, সোহেল, মোঃ আব্বাস আলী, মোঃ রব্বানী, মোঃ মেরাজুল ইসলাম জানান, আমরা উপজেলার বিভিন্ন রুটে ইজিবাইক চালিয়ে সংসার চালাই। কিন্তু সড়কটি পাকা না হওয়ায় একটু বৃস্টি হলেই আমাদের গাড়িটা অন্য কোনো বাড়িতে রেখে যেতে হয়।
ভাগ্য খারাপ হলে সহজেই চুড়ি হয়ে যেতে পারে বিধায় সারাক্ষণ ভয়েই থাকতে হয় আমাদের। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী খাপাড়া গ্রামের স্হানীয় বাসিন্দা মোঃ আব্দুস সালাম ভূইয়া বলেন, ১৫ বছর আগে সড়কটি ইট বিছানো হলেও আজ পর্যন্ত সড়কটি পাকা করা হয়নি। এলাকার শিক্ষার্থী ও জণসাধারনের চলাচলের কথা বিবেচনা করে উক্ত সড়কটি পাকা করা খুবই দরকার বলে আমি মনে করি। আশা করি আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু বিষয়টি গুরুত্ব সহকারে নিবেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত সড়কটি আসলে একটি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘ এতোদিনেও সড়কটি পাকা হয়নি জেনে আমার কাছেও খারাপ লাগছে। অত্র ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সহ আরোও বেশ কয়েকটি রাস্তা এখনো পাকা করা হয়নি। ফলে জনসাধারনের ভোগান্তির যেনো শেষ নেই। আমার ইউনিয়নের মানুষের কস্টের কথা মাননীয় এমপি মহোদয়কে জানানো হবে। তার সার্বিক সহযোগিতায় উক্ত সড়কটি পাকা করনের প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহণ করা হবে।