মো: মামুন হোসেন নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরের ভান্ডারিয়া বন্দরের ঐতিহাসিক তাফসির ময়দানে আগামী সোমবার ৯দিন ব্যপি ৬৬তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শুরু হবে। শুরুর দিনে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথির বক্তব্য শেষে দোয়া মোনাজাতে অংশ নেবেন বলে জানান অনুষ্ঠানের সভাপতি জাতীয় পার্টি-জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহ্জ্ব মনিরুল হক মনি জোমাদ্দার।
এ দিকে প্রতিবছরের ন্যায় এবছরও সূরা আল-ইমরান এর ৭৪নং আয়াত থেকে শুরু করে ১৩৬নং আয়াত পর্যন্ত আলোচনা চলবে। ইসমালী সমাজকল্যাণ কমপ্লেক্স এর পরিচালনায় ২১মার্চ থেকে ২৯মার্চ পর্যন্ত ৯দিন ব্যপি এ তাফসীরে দুই অধিবেশনে পর্যায়ক্রমে খ্যাতনামা মুফাস্সিরীনে কেরামগণ তাফসীর পেশ করবেন তারা হলেন, মাওলানা মুফতী ইমদাদুল হক আরেফীন, মুশতাক আহমদ, খালেদ সাইফুল্লাহ্ আবুল কালাম আইয়ুবী, আবু রাফে সিদ্দিকী, সালমান ফারসী, আব্দুর রহীম, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুল কুদ্দুস, বেলাল হোসেন, আবুল কাশেম সরকার, রহমাতুল্লাহ্ ফরিদী, জাফর আহম্মদ, আফজাল সোইন রব্বানী, আব্দুর রাজ্জাক কাসেমী, জাকারিয়া আল ফরিদী এবং শেষ দিনে আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মোতালিবুর রহমান সাঈফী।