রুবেল হোসাইন সংগ্রাম-
মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ও বড়দরগাহ হাইওয়ে সংলগ্ন মির্জাপুর স্কুল এন্ড কলেজের বিপরীতে মেসার্স ভাবনা ফিলিং স্টেশনের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। আহতদের উব্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্হানীয়রা জানান, ১৮ মার্চ শুক্রবার ভোর সাড়ে ৫ টার সময় ঢাকা থেকে রংপুরগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস ও ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে মূচড়ে যায় এবং ট্রাকটি রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ, মিঠাপুকুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে দু’জনের মরদেহ উব্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ,এম আশিকুর জুবায়ের জানান, হতাহতদের মধ্যে বাস থেকে একজন (৫২) ও ট্রাকের ভিতর থেকে( ৩৮) বছরের আরেক জনের মরদেহ উব্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হতে না পারায় তাদের লাশ বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তিনি আরো জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া জায়নি বলে তিনি জানান।