উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন মূলক সেবাদানকারী সংস্থা। ১৯৭০ সালে বাংলাদেশে এর যাত্রা শুরু হয়। এরপর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ত্রাণ কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। একে একে বাংলাদেশ বিভিন্ন এলাকায় তাদের উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে পরে। এর ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে স্পন্সরশীপ প্রকল্পের মাধ্যমে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় নানা মুখি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে মুলত এপি অফিসের মাধ্যমে শিশুকে কেন্দ্র করে হতদরিদ্র-দরিদ্র পরিবারের স্থায়ী ও রুপান্তর মুখী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বছর সংস্থাটি ১৩০ টি পরিবারের মাঝে বকনা বাছুর ও ২০ টি পরিবারের মাঝে চা ও মুদি মালামাল বিতরণ করেন।হতদরিদ্র পরিবার ও পরিবারের শিশুদের পুষ্টি চাহিদা মিটাতে এই ১৫০ পরিবারের মাঝে সংস্থাটি আবারও বেশ কয়েক ধরনের সবজি বীজ বিতরণ করেন।
সবজি বীজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার কল্লোল বেনজামিন দাস,রিপন হালদার,ইউপি সদস্য,ভিডিসি প্রতিনিধি সহ প্রমুখ।