মো: নূরুল আমিন, কলাপাড়া।।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিস মিলনায়তে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাব-রেজিষ্ট্রার মোছাম্মাৎ রেহেনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অফিস সহকারী লক্ষ¥ী রানী দেবী, পেশকার মো: নিজাম উদ্দীন ও প্রদীপকুমার পাল, টি.সি মো: দেলোয়ার হোসেন, খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির সভাপতি আবদুস ছালাম হাওলাদার, সম্পাদক মো: জসীম পারভেজসহ কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক, ষ্ট্যাম্প ভেন্ডার, দলিল লেখক সহকারী ও নকলনবিশবৃন্দ উপস্থিত ছিলেন। কলাপাড়া কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো: জাকারিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র দলিল লেখক মো: শাহজাহান সিরাজ।