ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
সম্প্রতি বিজিবির শ্রেষ্ঠ বিওপি কমান্ডার পরিক্ষায় অংশ গ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নায়েব সুবেদার ফারুক কামাল। গত ১৫ নভেম্বর ২০২৩ সদর দপ্তর বিজেপি পিলখানা ঢাকায় সারা দেশের শ্রেষ্ঠ বিওপি কমান্ডার নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল বিওপি কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামাল ৷ তিনি কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের মরহুম মুন্সী আবদুল মতিন মাষ্টার (তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি বৃহত্তর দাউদকান্দি থানা প্রাথমিক শিক্ষক সমিতি) এর কৃতি সন্তান ও মরহুম মুন্সী মোহাম্মদ আলী মাষ্টারের সুযোগ্য নাতি। ১৯৮৩ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস্ এ যোগদান করেন মোঃ ফারুক কামাল, তাঁর উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য ন্যায় নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্ব পালন করে তিনি বিজিবিতে বিভিন্ন গোয়েন্দা ইউনিটে এবং প্রেষণে র্যাব এ দায়িত্ব পালন করেন।
এর মধ্যে উল্লেখ যোগ্য র্যাব ১০- কর্মরত অবস্থায় রাজধানীর সূত্রাপুরে টিমের সাথে অংশ নিয়ে আধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও প্রায় ৪০ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেন। ফারুক কামাল বিজিবি গোয়েন্দা ইউনিটে কর্মরত থাকাকালীন ২০১৪ সালে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশর নিকট হতে অপারেশনাল কাজে প্রশংসাপত্র (ইন সিগনা সহ) পান তার ধারাবাহিকতায় ২০২৪ সালে শ্রেষ্ঠ বিওপি কমান্ডার পরীক্ষায় অংশগ্রহণ করেন। ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করায় শ্রেষ্ঠ বিওপি কমান্ডার নির্বাচিত হন এবং মহাপরিচালক মহোদয় কর্তৃক প্রশংসাপত্র, ক্রেস্ট, ৫০,০০,০০০/- টাকা পুরস্কার, এবং অধিনায়ক মহোদয় কর্তৃক নগদ ১০,০০০/-টাকা পুরস্কার পান।
মোঃ ফারুক কামাল কর্মস্থলে থাকা অবস্থায় নিজ গ্রাম সমাজের উন্নয়ন কাজের জন্য বিভিন্ন উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতায়, যেমন সংসদ সদস্য, জেলাপরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দড়ি কান্দি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে নিজ গ্রামে ৫,৩৪,২০,০০০/-টাকা ব্যায়ে ব্রিজ নির্মান কাজ শুরু করতে অগ্রণী ভূমিকা রাখেন। জেলা পরিষদ কুমিল্লা থেকে, দড়ি কান্দি ঐতিহ্যবাহী জামে মসজিদ ও দড়িকান্দি বায়েতুল নূর মসজিদ নির্মাণের জন্যকাজ করেন। দাড়ি কান্দি মুন্সি বাড়ির কবরস্থান, মতিন মাষ্টার পারিবারিক কবরস্থানের জন্য, দড়ি কান্দি কেন্দ্রীয় ঈদগাহের মিভার নির্মাণের জন্য এমনকি দাউদকান্দি গৌরীপুর দক্ষিণ বাজার তাওকা মসজিদের উন্নয়ন কাজে প্রশংসনীয় ভূমিকা রাখেন।
দড়ি কান্দি গ্রামের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের জন্য জেলা পরিষদ কুমিল্লা থেকে অর্থ সহযোগিতা বরাদ্দ এনে কাজ করান, গ্রামের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করান এবং উনার ছেলে মোঃ ফরহাদ কামাল (বাবু) দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগার বাউন্ডারী, গেট নির্মাণ, গ্রামের ১২ টি মসজিদের সোলার চার্জার, ৩টি প্রাথমিক বিদ্যালয়ের সোলার চার্জার, গ্রামবাসীর জন্য অসংখ্য সোলার চার্জারের ব্যবস্থা করেছেন। সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করে জনকল্যান মূলক আদর্শ পরিবারে রূপান্তরিত হয়েছে নায়েব সুবেদার ফারুক কামালের পরিবারটি।