“সকল শিশু সমান অধিকার পাবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা চত্তরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস/২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৭ মার্চ) উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা কোমল মতি শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন “সকল শিশু সমান অধিকার পাবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপুল কুমার, উলিপুর থানার ইনচার্জ জনাব ইমতিয়াজ কবির, উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু জোবায়ের আল মকুল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সুভাস চন্দ্র সরকার সহ প্রমুখ”।