মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ হারেজ ব্যাপারী নামে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ মাহমুদ খান এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও তার সংগীয় অফিসার ফোর্স সহ থানাধীন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ হারেজ ব্যাপারী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাহার নিকট হতে ২০ (বিশ) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১. মোঃ হারেজ ব্যাপারী (৩৬), পিতা-মৃত শহিদ ব্যাপারী ,স্থায়ী: দারিয়াপুর ব্যাপারীপাড়া, এ/পি শ্বশুর মোঃ মানিক ফকির, সাং- পোরজনা, উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা –সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে উদ্ধার হওয়া ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলা মুলে ১৫ মার্চ মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।