পেকুয়া প্রতিনিধি :-কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ কৃষকলীগ পেকুয়া উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। শহিদুল ইসলাম শাহেদ সভাপতি ও আমিরুল খোরশেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সোমবার (১৪ মার্চ) জেলা কৃষকলীগের সভাপতি রশিদ আহমদ ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। কৃষকলীগ পেকুয়া উপজেলা শাখাকে একটি শক্তিশালী সংগঠনে রুপান্তরিত করতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি-সম্পাদক বলেন, বাংলাদেশ কৃষকলীগ মুক্তিযুদ্ধার চেতনায় এক আত্মবিশ্বাসী রাজনৈতিক সংগঠন। এ সংগঠন কে আরো দৃঢ় ও শক্তিশালী করে গড়ে তুলার লক্ষ্যে জেলা কৃষকলীগ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সংগঠনকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশায় সংগঠন পরিচালিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।