মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
স্বাধীনতার পর হইতে বহু এমপি, জনপ্রতিনিধি এসেছে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ তা রক্ষা করলোনা। বর্ষাসহ বৃষ্টি মৌসুমে ওই গ্রামের সাধারন মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে সীমাহীন কষ্ট ছিল নিত্যদিনের সঙ্গী। বছরের পর বছর এমন কষ্টকে বুকে চাপা দিয়ে নতুন রাস্তা নির্মাণের স্বপ্ন দেখছিলেন হাজারও গ্রামবাসী। নির্বাচনকালীন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাংসদ ড.আনোয়ার হোসেন খান এমপি প্রতিশ্রুতি দিয়ে অবশেষে তার ওয়াদা রক্ষা করলেন। অবশেষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর জগন্নাত পুর (খালের উত্তর পাড়) কাউনিয়া রাস্তাটি কাজ করায় দীর্ঘ ৫২ বছর পর বাস্তবায়ন করলেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান। এনিয়ে স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। তারা এমপির সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন।
সড়কের পাকাকরণের কাজ দ্রুত এগিয়ে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী। স্বাধীনতার পর হইতে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তা বর্ণনা করার মতো নয়। অবশেষে ভোগান্তি নামক সেই দু:খের আগুনে শান্তির পানি দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই অঞ্চলের লাখ লাখ মানুষকে উন্নয়নের মহাসড়কের সঙ্গে যুক্ত করতে চলেছেন। আর এই জন্য অত্র অঞ্চলের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক মন্ত্রী, স্থানীয় সাংসদ সহ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছে এলাকার সচেতন মহল। তবে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে, যেন সড়কের কাজ যেভাবে কাগজে বলা হয়েছে ঠিক তেমনি ভাবে সম্পন্ন করা হয় যাতে আগামী ৫০ বছরের মধ্যে এই সড়ক যেন আর মেরামত কিংবা সংস্কার করার প্রয়োজন না হয়।
উত্তর চন্ডিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা লিয়াকত পাইন বলেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড.আনোয়ার হোসেন খানের এমপির প্রতি আমরা চিরকৃতজ্ঞ জগন্নাতপুর ভায়া কাউনিয়া রাস্তার মাথা পর্যন্ত রাস্তাটি আমাদের প্রানের দাবী ছিল যাহা তিনি করে দিতে সক্ষম হয়েছে।
রামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন পর এমপি মহোদয় এই রাস্তাটি করে দিয়েছেন আমরা এলাকায় বাসি উনার কাছে কৃতজ্ঞত, তা ছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বলে ছিলেন আমি নির্বাচিত হলে এই রাস্তাটি করে দিবো উনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম তছলিম মোল্লা বলেন, দীর্ঘদিনের পর আওয়ামীলীগ সরকারের আমলে এই রাস্তাটি মানুষের চলাচলের ব্যাবস্হা হয়েছে এমপি মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে চিরকৃতজ্ঞ।
৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন বলেন, আমাদের প্রিয় নেতা এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আমরা কাক্ষিত চন্ডিপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ আরো কয়েকটি রাস্তার কাজ একযোগে শুরু হয়েছে।