মোঃ এনামুল হক খোকন, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি:
ফরিদগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌলি মন্ডল’র সাথে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সোসাইটির নবগঠিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে সভাকক্ষে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও মৌলি মন্ডল বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবো এবং তিনি জনমুখী সেবা দেওয়া ও ফরিদগঞ্জকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে জাতীয় মানবাধিকার সোসাইটির ফরিদগঞ্জ উপজেলা শাখার সহযোগিতা কামনা করেন। জাতীয় মানবাধিকার সোসাইটি ফরিদগঞ্জ উপজেলা শাখার, সভাপতি মো আরমান হোসেন এমরান মিয়াজির ও সাধারণ সম্পাদক মোঃ এস এম সোহেল রানা ‘র নেতৃত্বেে উপস্থিত ছিলেন, সংগঠনের সকল নেতৃবৃন্দ।
উপজেলা জাতীয় মানবাধিকার সোসাইটির সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা ‘র সঞ্চালনায় দ্বিতীয় পর্বে, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান কে জাতীয় মানবাধিকার সোসাইটির নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা দেওয়া হয়, এ-সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সকল নেতৃবৃন্দ।
উল্লেখ, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন (ইউএনও) মৌলি মন্ডল। এর আগে সর্বশেষ তিনি গাজীপুর জেলাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।