স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ফাহিমা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন শিশুটির বাবা ও মা।
নিহত শিশু ফাহিমা নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার ফারুক হোসেনের মেয়ে।
শনিবার (১২ মার্চ) সকালে বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর ফজলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবা নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার ফারুক হোসেন ও শিশুটির মা দিলারা বেগমকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরামত আলী জানান, ফারুক হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে হয়বতপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বনপাড়া ফজলিতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু ফাহিমা ছিটকে সড়কে আছড়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শিশুটির মা ও বাবা গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাকটির খোঁজে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।