ওসমানীনগর প্রতিনিধি::
এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, সমাজসেবা, সাংস্কৃতি ও করোনা মহামারিতে বিশেষ ভূমিকা পালনকারী গুনীজনের সিলেটের ওসমানীনগরে সংবর্ধনা ও সন্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার বড়ধিরারাই গ্রামের মদিনাতুল উলুম ইসলামি বড়ধীরারাই মাদ্রাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
দয়ামীর ইউনিয়নের মদিনাতুল উলুম ইসলামিয়া বড়ধীরারাই মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্টিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কমিউনিটি নেতা ব্যবসায়ী প্রফেসর ডাঃ সানাওর চৌধুরী।
কন্সারভেটিব ফেন্ডস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারী নাজ ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্যস্থ কর্বির সাবেক মেয়র মো: মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, ব্যবসায়ী আব্দুস শহীদ, আব্দুল কালাম আজাদ, ইউপি সদস্য এনামুল ইসলাম, ব্যবসায়ী তারিক আলী, তারেক লুদি, এলিক্স আলী, রুহুল খাঁন, মউর আলী। জামাল আহমদের পরিচালনায় বক্তারা বলেন, সরকারের পাশাপাশি দেশের অসহায় মানুষের জন্য প্রবাসীদের সহমর্মিতার হাত প্রসারিত রয়েছে।
নাড়ির টানে যেকোনো দুর্যোগসহ সর্বক্ষেত্রে দ্রারিদ্র জনগোষ্ঠির কল্যানে কাজ করার পাশাপাশি গরীব ও অসহায়দের পরম মমতায় কাছে টেনেছেন আমাদের প্রবাসীরা। গুনীজনের সম্মান দিলে সমাজে আরও বেশি গুনীজন সৃষ্টি হয়। দীনি শিক্ষার কল্যানসহ দেশ জাতি ও এলাকার উন্নয়ন সবাই মিলে সম্মেলিত ভাবে কাজ করার আহব্বান জানান তারা।
বক্তব্য রাখেন, মদিনাতুল উলুম ইসলামিয়া বড়ধীরারাই মাদ্রাসার মোহাতামিম মাওলানা জিয়া উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি রইছ আলী, প্রবাসী উমর আলী, নেছাওয়র আলী, সমাজসেবী জিলা মিয়াসহ আরও অনেকে। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোজনসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।