নেত্রকোণা প্রতিনিধিঃ শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবী আদায়ের দাবীতে নেত্রকোণায় শিক্ষকবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যেগে জেলা শহরের শহীদ মিনারের সামনের সড়কে শুক্রবার সকাল ১১টায় এ শিক্ষকবন্ধন কর্মসূচী পালিত হয়।
জেলা সদরসহ ১০ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী শিক্ষকবন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি এ বিএম শাহজাহান কবীর সাজু, সাধারন সম্পাদক কাউছুল আজমসহ শিক্ষক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড ও সহকারী প্রধানদের ৭ম গ্রেড প্রধান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষণা, শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি আর সি’র মাধ্যমে নিয়োগের ব্যবস্থা এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবী জানান।