পাথরঘাটা বরগুনা প্রতিনিধি তাওহিদুল ইসলাম
পিকনিকে গিয়ে পাথরঘাটার লালদিয়া- হরিণঘাটায় নিখোঁজ হওয়া বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সূর্য ঘোষের মরদেহ লালদিয়া- হরিণঘাটার খাল থেকে উদ্ধার করেছে জেলেরা।
সকাল ৬টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন লালদিয়া হরিণঘাটা খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন জেলে জামাল হোসেন ও আলতাফ হোসেন । ওই দুই জেলে জানান ভোরে বিষখালী নদীতে মাছ শিকার শেষে ফেরার পথে খালের মধ্য থেক ভাটায় মরদেহটি নেমে যাচ্ছিল তখন তাদের নৌকা ট্রলারটি থামিয়ে মরদেহ তাদের ট্রলারের উঠিয়ে কুলে নিয়ে আসেন।
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে বরগুনা সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাৎসরিক বনভোজনে অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবকরা লঞ্চে করে পাথরঘাটার লালদিয়া- হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীর সাথে সংযোগ খালে গোসল করতে নামে। এরপর সবাই গোসল করে ফিরলেও সূর্য ঘোষ নিখোঁজ হয়। সূর্য ঘোষ সাঁতার জানত না।