মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভার আয়োজন করে মুলাদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে র্যালী শেষে মুলাদী সরকারী কলেজ মাঠে মহড়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, সহকারী কমিশনার ভুমি রিয়াজুর রহমান, উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সিনিয়র ফায়ার ফাইটার মোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শুব্রত ঘোস্বামী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, নাজিরপুর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান, গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, বাটামারা চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হানিফ, মুলাদী সানরাইজ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা লতিকা দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও ১৭মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী উৎযাপন ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।