মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ ও ডাঃ রুস্তম আলী ফরাজি অনার্স কলেজে একাদ্বশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ মার্চ) কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ ডাঃ মো. রুস্তম আলী ফরাজী।
নবীন বরণ অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত। মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজীম উল হক, ডাঃ রুস্তম আলী ফরাজি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফ প্রমূখ। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।