মো: সোহেল আহমেদ, দেলদুয়ার (টাঙ্গাইল)প্রতিনিধি : “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই স্লোগান এর পরিপ্রেক্ষিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২২ইং উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সার্বিক সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা আলী। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহমুদুল হাসান মারুফ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান জনাব এহসানুল হক সুমন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ- সভাপতি বাবু এস প্রতাপ মুকুল, আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ মল্লিক সহ আরও দূর্যোগ ব্যবস্থাপনার সকল সদস্য গণ এই মহড়ায় উপস্থিত ছিলেন। তারা অতি সহজ পদ্ধতিতে ভূমিকম্প ও অগ্নিকান্ড হলে করণীয় সকল তথ্য এই সভায় আলোচনা করেন। সেই সাথে সবাইকে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সাধারণ ধারণা সম্পকে সবাইকে অবহিত থাকতে হবে।