প্রতিনিধি, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা দক্ষিণ ডিবি পুলিশ। সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার কস্তুরিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- কালিহাতীর ইব্রাহীম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ির এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯) ও আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কস্তুরিপাড়া এলাকায় চান মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৭৫ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ মাদকদ্রব্য বিক্রি করত বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।