কাওছার মাহমুদ, সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী সমিতি ঢাকার সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী, গ্রীনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাই চৌধুরীর স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান সমিতির উদ্যোগে গতকাল সন্ধ্যায় ঢাকার কাকরাইল অডিট ভবনে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায়, সমিতির সহ-সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন,সমিতির সভাপতি ও ফেনী ৩ আসনের সাংসদ লেঃজেঃঅবঃ মাসুদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ ও ব্যাংকিং খাতের সচিব সোনাগাজীর কৃতি সন্তান শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ আবুল কালাম আজাদ, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর পরিচালক ও উপসচিব – মোহাম্মদ আবদুল হাই,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হক, অধ্যাপক মোঃ আবুল হোসেন (অবঃ), সমিতির নেতৃবৃন্দসহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের সময়ে তার সহকর্মী কয়েকজন বীর মুক্তিযুদ্ধা, এবং এলাকার অন্যান্য গুণীজন। এসময় তার স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনেককে আবেগ আফ্লুত হতে দেখা গেছে।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক একটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ডেপুটি কম্পটোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) মোহাম্মদ মাহবুবুল হক তার বক্তব্য এবং দোয়া শেষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান সমাপ্তি করেন।অনুষ্ঠানে আগত মেহমানদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।