সাইফুর নিশাদ,
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
মনোহরদী উপজেলার ৩ ইউপি নির্বাচনের সব ক’টি ইউনিয়নেই নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়েছেন। এতে ২ বিদ্রোহী ও ১ স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
আজ ১৫ জুন মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়নের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক গোলযোগের আশঙ্কার মধ্যে পুরোপুরি নির্বিঘ্নে বুধবার এখানে ভোট সম্পন্ন হয়। এতে তিন ইউনিয়নের তিনটিতেই নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন। খিদিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাউসার রশীদ বিপ্লব অটোরিক্সা প্রতীকে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রমিজ উদ্দীন মাষ্টারকে পরাজিত করে। চরমান্দালীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের আব্দুল কাদিরকে পরাজিত করে আনারস প্রতীকের আনিস উদ্দীন শাহীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী এমদাদুল হক আকন্দকে পরাস্থ করে বিদ্রোহী প্রার্থী মাহবুবুর রহমান দুলাল বিএসসি আনারস প্রতীকে নির্বাচিত হন। বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য মিলেছে। বিজয়ীদের মধ্যে কৃষ্ণপুর ইউনিয়নের দুলাল বিএসসি একই ইউনিয়ন আওয়ামী লীগের সম্প্রতি বহিস্কৃত সভাপতি। চরমান্দালীয়া থেকে নির্বাচিত চেয়ারম্যান আনিস উদ্দীন শাহীনও তার ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি।