মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি : টিআইবির উদ্যোগে ঝালকাঠিতে পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের কমিটি পূর্নগঠন করা হয়েছে। এতে মোঃ সাব্বির হোসেন রানা দলনেতা এবং সহ দলনেতা (নারী বীথি শর্মা বনিক ও সহ দলনেতা (পুরুষ) মোঃ রাব্বি নির্বাচিত হয়েছেন।
ভারপ্রাপ্ত দলনেতা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় সনাক সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক ছালেক আজাদ সোহাগ, সনাক সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক শিমুল সুলতানা, সনাক সদস্য ও ইয়েস উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তালুকদার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান সহ ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।