সোহেল রানা রাজশাহী প্রতিনিধি:
শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো শিক্ষাই জাতির মেরুদন্ড তাই শিক্ষার মান বাড়াতে কৃতি শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোন উপহার দিলেন আবুল বাশার সুজন।
শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো শিক্ষাই জাতির মেরুদন্ড তাই শিক্ষার মান বাড়াতে কৃতি শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোন উপহার দিলেন আবুল বাশার সুজন।
রাজশাহী তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় ও চাপড়া উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ জুন বিদ্যালয়ের চত্তরে ২০২২ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত বিদ্যালয় দুটির সভাপতি ও অসহায় মানুষের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী তরুণদের আইডল আবুল বাশার সুজন রীতিমতো তিনি আজ রেকর্ড গড়লেন দুটি বিদ্যালয়ের ২০২১ সালের ১৩ জন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে একটি করে এন্ড্রয়েড মোবাইল ফোন উপহার দেন।
বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ. উপজেলা ভূমি কর্মকর্তা স্বীকৃতি প্রমানিক। উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। তানোর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।