সোহেল রানা রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী তানোরে উপজেলায় শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস আলী মৃধা ও অধ্যক্ষ ইসরাফিল হোসেনের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কলেজ শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্হানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের অধ্যক্ষ সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মহিলা কলেজের সমিতির সম্পাদক অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, একে সরকার সরকারি কলেজের অবশর প্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ হাবিবুর রহমান সেলি, মাদারিপুর আইডিয়াল কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইসরাফিল, টিবিএম কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস আলী মৃধা, তালন্দ কলেজের অধ্যাক্ষ বিষ্ণুপদ সরকার, কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, কয়েল কলেজের অধ্যাক্ষ মিজানুর রহমান, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, কলমা ইউপির ছাত্র লীগের সভাপতি রিয়াদ প্রমুখ। এসময় উপজেলার প্রতিটি কলেজ প্রধান ও শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একইদিনে উপজেলা ছোট্ট হলরুমে ও উপজেলার শহীদ মিনার চত্বরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।