সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার চরকাকড়া এলাকার এইচএসসি কলেজ পড়ুয়া ছাত্রী বগুড়ার আদমদীঘির সান্তাহারে এসে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) কলেজ ছাত্রী বাদী হয়ে ধর্ষক পুলিশ কনস্টবলের ছেলে রাজ ও তার খালা ইতু বেগমের বিরুদ্ধে ধর্ষণ ও সহায়তার অভিযোগে মামলা দায়ের করেছেন। তবে এ ঘটয়ান এখনো ধর্ষক রাজকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার চরকাকড়া এলাকার এইচএসসি কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের পান্নার মোড় এলাকায় পুলিশ কনস্টবল আব্দুল হাকিমের ছেলে রাজ (২১) এর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের মাধ্যমে কলেজ ছাত্রীকে বিয়ে করা প্রতিশ্রুতি দেয় রাজ।
সেই প্রতিশ্রুতি মোতাবেক নোয়াখালী থেকে কলেজ ছাত্রী গত ২৪ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়ার সান্তাহারে চলে আসে। সান্তাহার ফারিস্তা পার্কে দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ ও কলেজ ছাত্রী সময় কাটায়। সন্ধারপর সান্তাহার পান্নার মোড়ে রাজ তার খালা ইতু বেগমের বাসায় নিয়ে গিয়ে কলেজ ছাত্রীকে বিরানী ও কোক খাওয়ালে ঘুমের ভাব হলে রাজের শয়ন কক্ষে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় কলেজ ছাত্রী বিবস্ত্র অবস্থায়, এঘটনায় থানা পুলিশের সহায়তা নেয় কলেজ ছাত্রী। এঘটনায় কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে থানায় ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে, ভিকটিমকে পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের তৎপরতা চালানো হচ্ছে।