রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘শিক্ষা শান্তি-উন্নয়ন প্রগতি’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় ছাত্র সমাজ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার রাউতি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দিদারুল ইসলাম খন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম আকাশ।
সোমবার (৬ জুন) জাতীয় ছাত্র সমাজ রাউতি ইউনিয়ন শাখার আয়োজনে পুরুড়া বাজারে বিকেল ৩ টায় উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ রাউতি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন শাখার জাতীয় পার্টির আহ্বায়ক এবিএম ফরিদুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর শরীফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদার।
জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন শেষে রাউতি ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার দিলোয়ারা খানম এর সন্তান দিদারুল ইসলাম খন্দকার কে সভাপতি এবং শফিকুল ইসলাম আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।