গাজী এনামুল হক (লিটন)
নিজস্ব প্রতিনিধিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষন (এপিডি) অনুবিভাগের প্রধান হিসেবে যোগ দিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অতিরিক্ত সচিব মো. আবদুস সবুর মন্ডল।
১৩-তম বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাচিত হওয়া আবদুস সবুর মন্ডল ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, চাঁদপুরের জেলা প্রশাসক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে সফলতার স্বীকৃতি পেয়েছেন বহুবার। তিনি ২০১৬ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক, ২০১৭ সালে জেলা ব্রান্ডিং ধারণা প্রবর্তন এবং “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে চাঁদপুর জেলাকে ব্রান্ডিং করায় জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক লাভ করেন। এছাড়া চাঁদপুর জেলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে তার ধারণা বিশেষ ভূমিকা পালন করে এবং ২০১৯ সালে জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক লাভ করেন।
অত্যন্ত সৎ, মেধাবী ও চৌকস এই প্রশাসনিক কর্মকর্তার দীর্ঘজীবন, কর্মজীবনের সর্বোচ্চ সফলতা এবং আমৃত্যু সুস্থতা কামনা করি। আমিন।