স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
বর্তমান সময়ের প্রেক্ষাপটে সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক অবক্ষয় থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে স্ব স্ব ধর্মীয় শিক্ষার চর্চা, প্রচার ও প্রসার ছাড়া সম্ভব নয়। আর তাই বর্তমান সমাজের প্রেক্ষাপট বিবেচনা করে আজ ২৫ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকালে যশোর জেলার অভয়নগর ও মনিরামপুরের সীমান্তবর্তী কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা গ্রামে ব্যক্তি উদ্যোগে বিশাল কলবরে প্রতিষ্ঠিত শ্রী শ্রী অমলা ধাম, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও শ্রী যোগেন সাধু নিবাসের শুভ উদ্বোধন হলো।
উক্ত ধামের পৃষ্ঠপোষক প্রশান্ত কুমার রায়,কর কমিশনার খুলনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজেশ কুমার রায়না, ভারতীয় সহকারী হাইকমিশনার, খুলনা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়েকজন হিন্দু ধর্মীয় সাধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।