গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব মো: মহিউদ্দিন মহারাজ পুনরায় পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিদের সাথে নিয়ে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু, তার পরিবারে নিহত সদস্যদের প্রতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো: মহিউদ্দিন মহারাজ জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তকে তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সরকারের উন্নয়নকে বাস্তবায়ন করতে জেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ নিরলস ভাবে কাজ করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে এবং দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলা বির্নিমানে সবাইকে নিয়ে কাজ করে যাবেন।
এসময় তার সাথে ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও পিরোজপুরের বিভিন্ন জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিথ ছিলেন।