মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঈদ উপহার সামগ্রী পেল দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ১৭০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সভাপতি জিকরুল হক ও প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান সবুজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, সকল শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দ।